New Update
/anm-bengali/media/media_files/hxWnCUQ8uhiK04ToSBqd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি (Kulpi)। এক তৃণমূল (TMC) নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগের তীর কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে কুলপির বামনগাছি এলাকায়। থমথমে হয়ে রয়েছে পরিবেশ। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে কুতুবউদ্দিন পাইক কংগ্রেসের টিকিটে লড়েন এবং জয়লাভ করেন। যদিও ভোট মিটতেই তিনি তৃণমূলে যোগদান করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us