/anm-bengali/media/media_files/2025/12/03/whatsapp-image-2025-12-03-2025-12-03-17-30-06.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নানুর: বিধানসভা নির্বাচনের আগে নানুরের মোহনপুর গ্ৰামের একটি পরিত্যাক্ত বাড়ির মধ্যে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুর গ্ৰামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই গ্ৰামের একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে নতুন বালতি পড়ে থাকতে দেখে। তা দেখে পুলিশের সন্দেহ হয় ও ওই বালতির ঢাকনা খুলতেই বেরিয়ে আসে তাজা বোমা। পুলিশ জানায়, ওই এলাকায় ২টি বালতি থেকে আনুমানিক ৩০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমাগুলি ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে।
তবে ওই এলাকায় বোমাগুলি কোথা থেকে এল, কি উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট স্থানে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/03/whatsapp-image-2025-12-03-2025-12-03-17-30-35.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us