ভগবানগোলায় চাঞ্চল্য! বাড়ির ছাদ থেকে মিলল সকেট বোমা

অভিযুক্ত দুই যুবক আটক।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-04 at 2.15.15 PM (1)

নিজস্ব প্রতিনিধি, ভগবানগোলা: ভগবানগোলা থানার খুলারপুকুর পশ্চিম হাজিপাড়া এলাকায় একটি বাড়ির ছাদ থেকে ব্যাগভর্তি সকেট বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ জেলা পুলিশ কর্তৃক প্রদান হেল্পলাইন নম্বরের মাধ্যমে পুলিশের কাছে তথ্য আসে যে খুলারপুকুরে একটি বাড়ির ভিতর বোমা রাখা রয়েছি । বাড়ির মালিক আহমুদ জামাল পলাতক । তার দুই ছেলে মাতিন শেখ ও আদিল শেখকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

ব্যাগ ভর্তি ওই বোমা গুলো কীভাবে বাড়ির ছাদে এল, এর পিছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখছে ভগবানগোলা থানার পুলিশ ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।  এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। অনুমান করা হচ্ছে যে ওই ব্যাগে দশটি সকেট বোমা থাকতে পারে।

WhatsApp Image 2025-11-04 at 2.15.15 PM