উত্তপ্ত অশোকনগর! চলল গুলি

অশোকনগর থানার উত্তর দিঘরা গ্রামে বোমাবাজি।

author-image
Jaita Chowdhury
New Update
ক্যানিংয়ে বোমাবাজি, উদ্ধার বন্দুক সহ ৬টি গুলি

নিজস্ব সংবাদদাতা: উত্তপ্ত অশোকনগর। স্থানীয় থানার উত্তর দিঘরা গ্রামে বোমাবাজি। অভিযোগ, চালানো হয়েছে ২ থেকে ৩ রাউন্ড গুলিও। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত স্থানীয় কয়েকজন মহিলাকে কটূক্তি করা থেকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ৫ জনকে। 

 জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলার জেরে বোমাবাজি