New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৪৪ ধারা জারি হওয়ার পরেও ভাঙরে যেন সন্ত্রাস থামার নামই নিচ্ছে না। ফের একবার অশান্ত হয়ে উঠল ভাঙর (Bhangar)। ভাঙরে বোমা বিস্ফোরণ আহত হল ১০ জন। জানা গিয়েছে, চালতাবেড়িয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকলেই আইএসএফ কর্মী। এদিকে বাসন্তী হাইওয়ের কাঁটাতোলায় আহতদের আটকালো পুলিশ। বাসন্তী হাইওয়ে দিয়ে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us