বদ্রীনাথ গিয়ে রহস্য মৃত্যু দুর্গাপুরের যুবকের! পাইন গাছে মিলল দেহ

বাড়ির লোক জানত না তার যাওয়ার ব্যাপারে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-14 at 12.44.01 PM

হরি ঘোষ, দুর্গাপুর: বদ্রীনাথে রহস্য মৃত্যু দুর্গাপুরের যুবকের। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার (২৭)। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের কাঞ্চনানালার পাইন গাছ থেকে। উদ্ধার হয়েছে নথিপত্র। মৃত যুবক দুর্গাপুরের বি-জোনের এডিশনের বাসিন্দা। 

সূত্রের খবর, প্রীতম মজুমদার এডিশনে মামার বাড়িতেই থাকত। সেখান থেকেই ৪ তারিখ চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছে বলে কলকাতা যাওয়ার নাম করে বেরিয়েছিল। চলতি মাসের ১১ তারিখ মামার সাথে শেষ যোগাযোগ হয়। তারপর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। ১৩ তারিখ উত্তরাখণ্ড পুলিশের কাছ থেকে খবর আছে প্রীতমের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনানালার পাইন বনে। পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার। এই খবর দুর্গাপুরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। 

মামা অতনু দাস বলেন, "আমাদের কাছেই থাকতো প্রীতম। সে ৪ তারিখ কলকাতায় গেছিল। কোনও চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছে বলেছিল। ১১ তারিখ ওর সাথে শেষ কথা হয়। ১২ তারিখ থেকে আর কোনও যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। ১৩ তারিখ উত্তরাখণ্ডের জোশিমঠ পুলিশ খবর দেয় দেহ উদ্ধার হয়েছে পাইন গাছ থেকে। আমরা তো জানতাম ও কলকাতা গেছিল। এখন আমি যাচ্ছি জোশিমঠ। সেখানে গেলেই মৃত্যুর আসল কারণ জানতে পারব"। ঘটনায় বাড়ির সামনে ভিড় জমেছে স্থানীয়দের।

badri