New Update
/anm-bengali/media/media_files/2025/08/04/whatsapp-image-2025-08-04-2025-08-04-13-51-14.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিনের প্রাক্তন মৃত কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ বন্যার জলে ভেলায় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ডাঙা এলাকায় দাহ করার জন্য।
জানা গেছে, দৃশ্যটি প্লাবিত ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের। ওই ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী। তিনি আগেই মারা গেছেন। এবার তার স্ত্রী মনসা চৌধুরী রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শারীরিক অসুস্থতার জন্য মারা যান। তার দেহ দাহ করানোর জন্য বিপাকে পড়েন পরিবারের সদস্যরা। বেশ কিছুটা পথ ডিঙির পেছনে ভেলায় বেঁধেই নিয়ে যাওয়া হয় শ্মশানের উঁচু জায়গায়। বন্যা কবলিত ঘাটালের এমনই একটি করুণ দৃশ্য সমজমাধ্যমে ভাইরাল। দেড় মাস হতে চলল চার চারটি বন্যায় এখনও জলমগ্ন ঘাটাল। সেখানে উঠে এল এমনই দুর্দশার ছবি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us