New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার ভোরের আলো ফুটতেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় জঙ্গল থেকে পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। তবে মৃতদেহটি মহিলা না পুরুষের তা এখনো চিহ্নিত করা যায়নি। সকালে এলাকাবাসীর জঙ্গলের ধারে গিয়ে দেখে মৃতদেহ পড়ে রয়েছে। দেখে মনে হয় ১৫ থেকে ২০ দিন আগের মৃতদেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডেবরা থানায়। ঘটনাস্থলে উপস্থিত হন ডেবরা এসডিপিও দেবাশীষ রায়, ডেবরা থানার ওসি প্রণয় রায় সহ অন্যান্যরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/26/whatsapp-image-2025-10-26-at-190426-2025-10-26-19-37-30.jpeg)
ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিছকি কোনও খুন? না আত্মহত্যা, না অন্য কোন কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us