New Update
/anm-bengali/media/media_files/iL1HPAymrhclElP1vWQQ.jpeg)
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের হরিনা হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সারপ্রাইজ ভিজিটে উপস্থিত হন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরো ৫ জনের প্রতিনিধি দল। বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করেই তিনি হরিনা হাইস্কুলে ঢুকে পড়েন। শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। সমস্ত রকম নিয়ম মেনেই সব হচ্ছে। কোনো অভিযোগ নেই জানালেন স্কুলের প্রধান শিক্ষক অতনু দন্ডপাট।
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us