জেলা শাসকের দপ্তরে শরীরে ব্লেড চালিয়ে রক্তাক্ত শিল্পপতি

জেলা শাসকের দপ্তরে শরীরে ব্লেড চালিয়ে রক্তাক্ত হয়েছেন শিল্পপতি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-17 2.01.06 PM

নিজস্ব প্রতিনিধি: জেলা শাসকের দপ্তরে শরীরে ব্লেড চালিয়ে রক্তাক্ত এক শিল্পপতি। ১৫ আগষ্ট, যখন স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন পর্ব চলছে,  ঠিক সেই সময় জেলার এক শিল্পপতি দীনেশ আগরওয়াল নিজের শরীরের একাধিক যায়গায় ব্লেড চালিয়ে রক্তাক্ত কাণ্ড তৈরি করেন। যদিও উপস্থিত পুলিশ কর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন।

 ঘটনা প্রসঙ্গে জানা গেছে , জমি সংক্রান্ত সমস্যা নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তার সমস্যার সমাধান সূত্র হয়নি। দীর্ঘ ছয় বছর এক অফিস থেকে আরেক অফিস ছুটাছুটি করেও কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার পুরুলিয়া জেলা শাসকের সাথে দেখা করতে যান। যদিও জেলা শাসক অফিসে উপস্থিত ছিলেনা। শুক্রবার  সকালেই জাতীয় পতাকা উত্তোলন চলাকালীন জেলা শাসকের কার্যালয়ে এসে নিজের শরীরে ব্লেড চালিয়ে রক্তাক্ত হয় সে।