নিজস্ব সংবাদদাতা: 'ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেবো', মুখ্যমন্ত্রীকে কার্যত এইভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দুর্গাপুরের বিএলও অফিসার। এই নিয়ে ফেসবুক পোস্ট করেছেন নির্বাচন কমিশনের দুর্গাপুরের বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর।
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন!"
তাঁর কথায়, "আমাদের এখনও ট্রেনিং সম্পন্ন হয়নি। তবুও আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে। সমস্ত ভুয়ো ভোটার বাদ দিতে হবে। সংবাদ মাধ্যমে আমরা এমনটাও জানতে পেরেছি বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে আবার এদেশেও ভোটার কার্ড রয়েছে। এছাড়াও কোন ব্যক্তির কোন এলাকায় ভোটার কার্ড রয়েছে কিন্তু সেই ব্যক্তি সেই এলাকায় থাকেন না। কিন্তু তার ভোট পড়ে যাচ্ছে সব নির্বাচনে। এরকম নানা সমস্যা রয়েছে। সেই জন্যই সারাদেশ জুড়ে এই প্রক্রিয়া চলছে। আমরা সঠিকভাবে কাজ করতে চাই"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/30/whatsapp-image-2025-07-30-at-164201-2025-07-30-20-54-25.jpeg)
স্বাভাবিক ভাবেই বিএলও-র এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তবে তিনি তাঁর কর্তব্যে অবিচল থাকবেন বলেই জানিয়েছেন।
'ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেবো', বিএলও-র বার্তায় পড়লো চাঞ্চল্য
সেই জন্যই সারাদেশ জুড়ে এই প্রক্রিয়া চলছে।
File Picture
নিজস্ব সংবাদদাতা: 'ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেবো', মুখ্যমন্ত্রীকে কার্যত এইভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দুর্গাপুরের বিএলও অফিসার। এই নিয়ে ফেসবুক পোস্ট করেছেন নির্বাচন কমিশনের দুর্গাপুরের বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর।
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন!"
তাঁর কথায়, "আমাদের এখনও ট্রেনিং সম্পন্ন হয়নি। তবুও আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে। সমস্ত ভুয়ো ভোটার বাদ দিতে হবে। সংবাদ মাধ্যমে আমরা এমনটাও জানতে পেরেছি বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে আবার এদেশেও ভোটার কার্ড রয়েছে। এছাড়াও কোন ব্যক্তির কোন এলাকায় ভোটার কার্ড রয়েছে কিন্তু সেই ব্যক্তি সেই এলাকায় থাকেন না। কিন্তু তার ভোট পড়ে যাচ্ছে সব নির্বাচনে। এরকম নানা সমস্যা রয়েছে। সেই জন্যই সারাদেশ জুড়ে এই প্রক্রিয়া চলছে। আমরা সঠিকভাবে কাজ করতে চাই"।
স্বাভাবিক ভাবেই বিএলও-র এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তবে তিনি তাঁর কর্তব্যে অবিচল থাকবেন বলেই জানিয়েছেন।