BLA-দের প্রশিক্ষণ দিচ্ছেন মন্ত্রী প্রদীপ মজুমদার

SIR নিয়ে তৎপর তৃণমূল।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-02 at 6.48.46 PM

UUUUU

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের বিএলএ-দের নিয়ে দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে শুরু হল প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। রয়েছেন দুর্গাপুরের এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ, দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় ও তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সিফুল সাহা।

voter cards s

তিনটি ব্লকের বিএলএ-দের বোঝানো হয় তারা কিভাবে বিএলও-দের ছায়াসঙ্গী হয়ে থাকবে ? সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে তারা কিভাবে সাহায্য করবে ? প্রতিটি এলাকায় এলাকায় সহায়তা কেন্দ্র কিভাবে করা হবে ?