২০২৬ এর ভোটের আগে গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে কর্মী বাড়ল দেবের ঘাটালে

আরো শক্তিশালী হল তৃণমূল।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-01 at 3.50.52 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক বিজেপি কর্মী-সমর্থকরা। ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের গড়ে আরো শক্তিশালী হল তৃণমূল। এই যোগদান শিবিরে হরিদাসপুরের বিজেপির বুথ সভাপতি সহ প্রায় ১৮ জন সক্রিয় কর্মী যোগদান করল তৃণমূলে। অজবনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। এদিনের এই যোগদান শিবিরে ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটের এলাকার এক কাকাও যোগদান করলেন তৃণমূলে।

এই যোগদান করার বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ মাঝি বেশি কিছু না বললেও তিনি জানান যে ২০২৬- এ  ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দাঁড়ানো প্রার্থীকে জয়যুক্ত করাটাই তাদের লক্ষ্য। বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিতে নারাজ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, "তৃণমূল বারে বারে নাটক করছে। তৃণমূলের নেতাদেরকেই তৃণমূলে যোগদান করিয়ে হাওয়া গরম করার চেষ্টা করছে। কখনো বলছে এমএলএ- র কাকা, কখনো বলছে ভাইপো, কখনো বলছে দাদা। পঞ্চায়েত নির্বাচনে  বিজেপির বিরোধিতা করে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছিল  সেই সমস্ত বহিষ্কৃত নেতা  যারা তৃণমূলের দালাল।  ঘাটালে বিজেপি সর্বোচ্চ শক্তিশালী হয়েছে, তৃণমূলের নেতা বা পঞ্চায়েত আস্তে আস্তে বিজেপিতে যোগদান করছে। ঘাটালে যে পরিমাণ শক্তিশালী বিজেপি তাতে তৃণমূলের ভয় লাগছে"।

bjp tmc clash