Sandeshkhali: সন্দেশখালিতে আজ বিজেপির মহিলা প্রতিনিধি দল

উত্তপ্ত সন্দেশখালিতে এখনও রাজনৈতিক চাপানউতোর বর্তমান। ধিক ধিক করে ক্ষোভের আগুন জ্বলছেই। এবার সুকান্ত মজুমদারের পর সন্দেশখালি যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধি দল।

author-image
Shroddha Bhattacharyya
New Update
xdfghj

নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্দেশখালিতে সুকান্ত-পুলিশের যে বচসা হয়েছিল তারপরই রাজভবনে ফিরে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্য বিজেপির সভাপতি (President of Bharatiya Janata Party) কাল গিয়েছিলেন রাজ্যপালের কাছে। তিনি জানান, সব শুনে রাজ্যপালও অবাক হয়ে যান। তিনি আরও বলেন যে, এসসি কমিশন এবং মহিলা কমিশনের রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে তা নিয়েও রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে। এরপর, আজ সন্দেশখালিতে ( Sandeshkhali ) যাচ্ছে বিজেপির ( BJP ) মহিলা প্রতিনিধি দল।
অন্যদিকে রাজ্যপাল (CV Ananda Bose) জানিয়েছেন, প্রয়োজনে তিনি আবার সন্দেশখালি যাবেন। সেখানে গিয়ে মানুষের সকল অভিযোগ শুনবেন।

add 4.jpeg

cityaddnew

স

স