New Update
/anm-bengali/media/media_files/ij0pZeemGBuCRFmeMgRt.jpg)
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ রাজ্যের বিরোধী দলনেতার নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে বিজেপির জয়জয়কার। আজ নন্দীগ্রামের তাজপুর কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমন্ডলীর নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
/anm-bengali/media/post_attachments/de276e99-b29.png)
সেখানে কার্যত তৃণমূলকে পর্যুদস্ত করে বিজেপি। এই সমবায়ে মোট ১৮ টি আসনে নির্বাচন হয় আজ। যার মধ্যে ১৫টি আসন দখল করেছে বিজেপি। বাকি তিনটি আসন দখল করতে পেরেছে তৃণমূল।
/anm-bengali/media/post_attachments/35a590df-414.png)
জয়ের পরে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। কমলা আবির মেখে তারা বিজয় মিছিল করেছে।
/anm-bengali/media/post_attachments/5573745d-34f.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us