/anm-bengali/media/media_files/2025/11/18/whatsapp-image-2025-11-18-2025-11-18-17-58-10.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েক দশক ধরে কংক্রিটের ভাঙা সেতু রয়েছে। তার উপর পাটাতন বিছিয়েই চলছে ৫-৬ টি গ্রামের বাসিন্দা ও পন্যবাহী গাড়ির ঝুঁকিপূর্ণ পারাপার।এলাকার গুরুত্বপূর্ণ সেতু মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন। বিজেপি দাবি করছে তৃণমূল সরকারের আমলে কাজ হবে না,তাই ২০২৬ সালে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে এই সেতু মেরামত করবে। গ্রাম পঞ্চায়েতের দাবি, নতুন ব্রীজ তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। দ্রুত কাজ হবে।
এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর কংক্রিটের সেতুটি কয়েকদশক ধরে বেহাল অবস্থায় রয়েছে। সেতুর মাঝে বড়ো গর্ত দেখা দিয়েছিল। ফলে দুর্ঘটনা এড়াতে কাঠের পাটাতন বিছিয়ে তার উপর চলছে ঝুঁকির যাতায়াত। সেই কাঠের পাটাতনও কয়েকদিন আগে ভেঙে যায়। বেহাল অবস্থা সেতুর বাকি অংশেরও। এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকায় এটিই একমাত্র যাতায়াতের রাস্তা। তার উপরে সেতুটি বেহাল হলেও মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে ভাঙাচোরা সেতুর উপর পাটাতন বিছিয়ে যাতায়াতে একাধিক বার ঘটছে দুর্ঘটনা। দ্রুত সেতু মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষজন। চাষের মরসুমে গাড়ি কৃষি সামগ্রী নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। যেখানে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করছে যে ২৬ শে নির্বাচনে তারা ক্ষমতায় এসে সেতু তৈরি করবে সেখানে আবার তৃণমুল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে সেতুটি দ্রুত মেরামত করার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/18/whatsapp-image-2025-11-18-2025-11-18-17-58-29.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us