/anm-bengali/media/media_files/2025/07/06/screenshot-2025-07-06-1-pm-2025-07-06-13-54-49.png)
নিজস্ব প্রতিনিধি: জুলাই মাসেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ তারিখ এ রাজ্যে সভা করবেন বলেও বিজেপি সূত্রে খবর। তারই মধ্যে শনিবার দুপুরে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধন্ড, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই, বাঁকুড়ার বিজেপির সভাপতি জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দলীয় কিছু কাজকর্ম হবে। সেই জন্যই মাপযোগ হলো। প্রধানমন্ত্রী দেশের যেকোন প্রান্তেই আসতে পারেন। তবে প্রধানমন্ত্রী আসার ব্যাপারে আমাদের কাছে কোন খবর এখনো পর্যন্ত নেই। আমাদের বড় কর্মসূচি হতে চলেছে সেই জন্যই এই মাঠ পরিদর্শন।" তারপরেই তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, "গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান বোমা শিল্পে পরিণত করা। পুলিশের মদতে বোমা বাধা হচ্ছে। কাটোয়ার জেলা সভাপতি বলছেন জঙ্গলে বোমা বাঁধা হচ্ছে আমাকে মারার জন্য। ২০২৬-এ জঙ্গল রাজের অবসান হবে। পশ্চিমবঙ্গ থেকে এই পাপকে বিদায় করবে বাংলার মানুষ আর বিজেপি।"