New Update
/anm-bengali/media/media_files/2025/10/13/whatsapp-image-2025-10-13-at-202051-2025-10-13-22-30-50.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১নং কুশুমদা অঞ্চলের বিজয়া সম্মেলনের প্রস্তুতি সভায় আয়োজন করা হয়েছিল সোমবার। সেই প্রস্তুতি সভা থেকেই তৃণমূলে যোগদান করল একাধিক বিজেপি কর্মী। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতির হাত ধরে তৃণমূলে যোগদান করল তারা। ১নং কুশুমদা অঞ্চলের বিজেপির তিনজন গুরুত্বপূর্ণ নেতা ও বহু কর্মীবৃন্দ এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেখেই ওনারা তৃণমূলে যোগদান করলেন। আমরা ওদের দলে যোগদান করালাম। আরো অনেকেই আছে যারা তৃণমূলে যোগদান করবে। আমরা বিবেচনা করে তারপর দলে নেওয়ার সিদ্ধান্ত নেব”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/13/whatsapp-image-2025-10-13-at-202052-2025-10-13-22-28-26.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us