/anm-bengali/media/media_files/2024/11/08/EwBj7n6BpCrUx8O2PMHM.png)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে রয়েছে উপনির্বাচন। তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন অনন্যা রায় চক্রবর্তী। এবার তার সমর্থনে প্রচার সারলেন লকেট চ্যাটার্জি। প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এই বিষয়ে ট্যুইট করে জানিয়েছেন লকেট চ্যাটার্জি স্বয়ং।
/anm-bengali/media/post_attachments/8eab9e78-eec.png)
তিনি বলেছেন, "তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে আজ তালডাংরাতে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়ের উপস্থিতিতে জনসভা।।" এখন দেখার রাজ্য উপনির্বাচনে বিজেপি কেমন ফল করে।
তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে আজ তালডাংরাতে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি @DrSukantaBJP মহাশয়ের উপস্থিতিতে জনসভা।।#Vote4BJPpic.twitter.com/5Jt98n7zpw
— Locket Chatterjee (@me_locket) November 7, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us