মহুয়া মৈত্রের পর্দাফাঁস, বিস্ফোরক সুকান্ত মজুমদার

ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

author-image
SWETA MITRA
New Update
mahuaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহুয়ামৈত্রকে (Mahua Moitra) নিয়েতৃণমূলনেতাকুণালঘোষ গতকাল বড় মন্তব্য করেছেন। ঘুষ বিতর্কে দল দল দূরত্ব বজায় রাখবে বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এদিকে কুণাল ঘোষেরমন্তব্য প্রসঙ্গেবড় দাবি করলেনবিজেপিররাজ্য সভাপতিসুকান্তমজুমদার। তিনিবলেন, "মহুয়ামৈত্রযখনসংসদেপ্রধানমন্ত্রীরবিরুদ্ধেএইধরনেরমন্তব্যকরেছিলেন, তখনতৃণমূলবিষয়েসতর্ককরেছিল।কোনএমপিকীবলবেন, তাদলসতর্ককরেদেয়।এখনটিএমসিতাদেরথেকেনিজেকেআলাদাকরারচেষ্টাকরছেকারণসবকিছুউন্মোচিতহয়েছে।নরেন্দ্রমোদীকেটার্গেটকরাহয়েছিলকারণআদানিএবংপ্রধানমন্ত্রীমোদীএকইরাজ্যথেকেএসেছেন।তারাপ্রধানমন্ত্রীমোদীরভাবমূর্তিনষ্টকরারচেষ্টাকরেছে, কিন্তুদেশেরমানুষনিশ্চিত।জনগণপ্রধানমন্ত্রীমোদীরসঙ্গেআছে।মহুয়ামৈত্রের পর্দাফাঁসহয়েছে।" শুনুন তাঁর বক্তব্য...