/anm-bengali/media/media_files/YbPcRd5avB8BhTIugT1G.jpg)
বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পথ আটকালো শাসক তৃণমূল। উঠলো 'গো ব্যাক' স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক উত্তেজনা। ইন্দাসে যাওয়ার পথে পাত্রসায়ের থানার কাঁকরডাঙ্গা মোড়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পথ আটকাল তৃণমূল।
এদিন ইন্দাসে মনোনয়ন করতে যাওয়ার পথে বিজেপির মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ইন্দাস যাচ্ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ, কাঁকরডাঙ্গা মোড়ের কাছাকাছি তাঁর কনভয় আসতেই রাস্তার উপর বসে তাঁর গাড়ি আটকে দিল মহিলারা। 'চোর চোর', 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয় সাংসদকে লক্ষ্য করে। অবরোধের মুখে পড়ে পরে গাড়ি ঘুরিয়ে সোনামুখীর দিকে ফিরে যান সৌমিত্র খাঁ। ভোটকে কেন্দ্র করে বাঁকুড়া যে ক্রমেই অশান্ত হয়ে উঠছে তা বলার অপেক্ষা রাখে না আর। শাসক দল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us