New Update
/anm-bengali/media/media_files/yoSveFLYsy0rzZIzn74r.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) দামামা বেজে গিয়েছে। এদিকে ভোটের আগেই ব্যাপক সন্ত্রাস শুরু হয়েছে জেলায় জেলায়। ঝরছে রক্ত। হচ্ছে মারামারি, বোমা ছোঁড়াছুঁড়ি। ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। এরই মাঝে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আজ রবিবার বলেন, ‘মানুষযাতেভোটনাদিতেপারেতাঁরজন্যভয়দেখানোহচ্ছে।মনোনয়ন পত্রজমাকরাপ্রার্থীদেরভয়দেখানোহচ্ছে।বিজেপিরহয়েদাঁড়ানোপঞ্চায়েতেরপ্রার্থীদেরভয়দেখানোহচ্ছে।গ্রামেগ্রামেসন্ত্রাসছড়ানোহচ্ছে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us