‘প্লেন ভাড়া করে যাক না তৃণমূল', চাঁচাছোলা মন্তব্য শুভেন্দুর

বিকল্প পথে দিল্লির উদ্দেশ্যে তৃণমূলের নেতা কর্মীরা। বঞ্চিতদের নিয়ে বাসেই দিল্লি যাবেন তৃণমূলের নেতা কর্মীরা বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
MAMATA SUVE ABHI.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের (TMC) 'দিল্লি চলো' মিশন নিয়ে হু হু করে রাজনৈতিক পারদ চড়ছে। যদিও এই মিশনকে মোটেই পাত্তা দিতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা। বরং উল্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,‘প্লেনভাড়াকরেযাকনাতৃণমূল।পিসিভাইপোচার্টার্ডপ্লেনেযাতায়াতকরে। টাকা দিয়ে দুর্গাপুজো হাইজ্যাক করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।‘