/anm-bengali/media/media_files/2025/09/27/whatsapp-image-2025-09-27-at-162730-2025-09-27-16-27-53.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপির মন্ডল সভাপতিকে জোর করে দলীয় পতাকা খোলালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের হারাতলা এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ, ওই এলাকায় তাদের একটি কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে সামনে কয়েকটি জায়গায় আদিবাসী সম্প্রদায়ের পতাকা গুলি লাগানো ছিল। আর সেই পতাকার পাশেই বিজেপির মন্ডল সভাপতি তাদের দলীয় পতাকা লাগিয়ে দেন। একাধিকবার বিজেপির ওই মন্ডল সভাপতিকে বলার পর না খোলায় শনিবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। তারপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। আর সেখানেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সামনে পতাকা খুলে নেন মন্ডল সভাপতি।
/anm-bengali/media/post_attachments/fd86fda0-edf.png)
মন্ডল সভাপতির দাবি, "আমরা যেই ভাবে পতাকা খুলে দিয়েছি, ওনাদের সম্মান জানিয়ে। ঠিক সেই ভাবেই যেন অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা না থাকে। তাহলেই বুঝবো ওনারা ঠিক আছেন"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us