আগে সব প্রধানমন্ত্রীকেই...

তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার গঠন সম্পর্কে নিজের সমাজমাধ্যমে পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
tathagata roy  edited .jpg

নিজস্ব সংবাদদাতা: তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার গঠন সম্পর্কে নিজের সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপি নেতা তথাগত রায় লিখেছেন, "মোদীজিকে প্রধানমন্ত্রীত্ব বজায় রাখার জন্য নীতীশ আর চন্দ্রবাবু নাইডুর উপর নির্ভর করতে হবে বলে যারা আহ্লাদে আটখানা হচ্ছেন তারা একটা কথা ভুলে যাচ্ছেন।

tathagata roy11 .jpg

১৯৮৫ সালে রাজীব গান্ধীর পরে ও ২০১৪ সালে মোদীর আগে সব প্রধানমন্ত্রীকেই কিন্তু দলের বাইরের সমর্থনের উপর নির্ভর করতে হয়েছে।"

tathagata roy .jpg

 

Add 1