Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআই তদন্তের দাবির বিষয় সম্পর্কে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম পেন্ডুলামের মতো ব্যবহার নতুন কিছু নয়।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
তিনি যখন বেকায়দায় পড়েন কখন সিবিআই এর বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যান। তারপর যখন অন্যরকম বেকায়দায় পড়েন তখন সিবিআই-এর দিকেই ছুটে যান। অবশ্যই এটা সত্যি কথা যে তিনি যখন চাইছেন সিবিআই এই তদন্তভার নিক তখন তিনি রাজ্যের পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
পুলিশের লোকই তো এই কাজ করেছে। যাকে সন্দেহ করা হয়েছে, তার কথাতেই তো সব স্পষ্ট হয়ে গেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us