কুণাল ঘোষের গাল-ফোলানো যুক্তি, মমতাকে গ্রেপ্তার করা হোক

কুণাল ঘোষকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
x tathagata roy sad face

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় লিখেছেন, "আর জি করে বীভৎসতার বিরুদ্ধে কুনাল ঘোষের গাল-ফোলানো যুক্তি, “কেন, ইউপিতেও তো হচ্ছে ! মহারাষ্ট্রেও তো হচ্ছে” ! যার প্রথম বক্তব্য ছিল, মমতাকে গ্রেপ্তার করা হোক”।

d


অমুকে বিষ্ঠা ভক্ষণ করে, তাই আমি করলে দোষের কি আছে, তৃণমূলের চিরকালের যুক্তি।

tathagata roy11 .jpg

কিন্তু আমি আমার রাজ্যকে সামলাব না। কারণ আমার ৩০% আছে, তারাই আমাদের জিতিয়ে দেবে।"