New Update
/anm-bengali/media/media_files/UeFQVXU9EjfHds19ds97.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা:নবান্ন অভিযানে যাওয়ার পথে মেদিনীপুর স্টেশন থেকে আটক করা হল মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইতকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শঙ্কর গুছাইতকে। নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আজ সকালে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে।
/anm-bengali/media/media_files/wFmdENH5i85UxSfwaRp1.png)
কিন্তু বিজেপি সমর্থকদের দাবি, তিনি স্কুল শিক্ষক, আজকের এই অভিযান বিজেপির নয়। তাহলে তিনি কেন যাবেন? পুলিশ বিনা অভিযোগেই শঙ্কর গুছাইতকে আটক করেছে।
/anm-bengali/media/media_files/Xn7a3kV7d4jKi6XJ8DHr.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us