/anm-bengali/media/media_files/X4vvvEX8ZMaWgH9BqIOk.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জামিনে মুক্ত হওয়ার পর বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা কিছুই করিনি। আমরা চুপচাপ বসে রইলাম। আমি গলা উঁচু করলাম না। এত কিছুর পরও তারা মনে করেছিল আমাকে গ্রেফতার করা উচিত। আমি হাতজোড় করে অনুরোধ করছিলাম, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে, যাদের কারণে এমন ঘটনা ঘটল, তাদের শাস্তি পেতেই হবে- পরিবারের একটি শিশুই মহালয়ার দিন স্কুলে যাওয়ার পথে মারা যায়।"
#WATCH | West Bengal | BJP leader Roopa Ganguly says, "We haven't done anything. We were sitting quietly. I didn't raise my voice. Despite all this, they thought that I should be arrested... I was requesting with folded hands that those people must be arrested and they must be… https://t.co/xy6ne9ndLvpic.twitter.com/KvQNBZ07f7
— ANI (@ANI) October 3, 2024
প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে আলিপুর পুলিশ লকআপে নিয়ে আসে কলকাতা পুলিশ।
তখন তিনি বলেন, 'আমি কাউকে কষ্ট দিয়নি। আমি কারো কাজে বাধা দিয়নি। আমি ওখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম যাতে যারা ছেলেটাকে খুন করেছে তাদের ধরা হয়।"
এর আগে বিজেপি নেত্রী বলেছিলেন যে তিনি বাঁশদ্রোণীতে কলকাতার বাঁশদ্রোণীতে এক্সক্যাভেটরের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনার বিরুদ্ধে বাঁশদ্রোণী থানা চত্বরে শান্তিপূর্ণ প্রতিবাদে বসেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us