/anm-bengali/media/media_files/deGF42jfmJU6jOLw0b4f.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় বলেন, "একটা দুর্বল নাটক সাজিয়ে TMC সন্দেশখালির ঘটনাকে মিথ্যে প্রমাণ করতে চাইছে, মা বোনেরা ক্ষমা করবে না। নারী নির্যাতনের ঘটনা ঘটলেই তৃণমূল সেটাকে ছোট ঘটনা প্রমাণ করতে চায়। তৃণমূলের কাছে মহিলাদের সম্মানের কোন দাম নেই। শাজাহান এবং তার লোকজনের কীর্তি ইতিমধ্যে পুরো ভারতবর্ষ জেনে গেছে এবং সেটাকে লুকানোর চেষ্টা করছে তৃণমূল। সন্দেশখালি রাস্তায় মা-বোনদের স্বতঃস্ফূর্ত বিরোধ মানুষ দেখেছে এবং তাদের কথা পুরো ভারতবাসী শুনেছে। তৃণমূলের এই নাটক পরিষ্কার করে দিচ্ছে যে তাদের কাছে মহিলাদের ইজ্জতের কোন দাম নেই।। মহিলাদের ভোগ্য পণ্য মনে করে তৃণমূল।"
একটা দুর্বল নাটক সাজিয়ে TMC সন্দেশখালির ঘটনাকে মিথ্যে প্রমাণ করতে চাইছে, মা বোনেরা ক্ষমা করবে না।।
— Tarunjyoti Tewari (Modi Ka Parivar) (@tjt4002) May 6, 2024
নারী নির্যাতনের ঘটনা ঘটলেই তৃণমূল সেটাকে ছোট ঘটনা প্রমাণ করতে চায়।। তৃণমূলের কাছে মহিলাদের সম্মানের কোন দাম নেই।।
শাজাহান এবং তার লোকজনের কীর্তি ইতিমধ্যে পুরো ভারতবর্ষ জেনে গেছে… pic.twitter.com/XUqZKZWhQj
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us