/anm-bengali/media/media_files/x12safptS876x5x17vrN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
/anm-bengali/media/media_files/U9XiJ3tacIwL3JLDG35m.jpg)
তিনি বলেছেন, “বাংলায় আইনের শাসন নেই, আছে শুধু শাসকের আইন। তাই গোটা রাজ্যজুড়ে চলছে অরাজকতা। মালদায় একটি অভিযানে গিয়ে দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের কোপে পড়ে আহত হয় পুলিশকর্মীরা। রাজ্যে আজ কোনও মানুষ নিরাপদ নয়। তাই পুলিশও বাদ যাচ্ছে না।
/anm-bengali/media/media_files/jtKBllMm9pWuHOmqoQKU.jpg)
আসলে এক সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় এজেন্সি গেলে তাদের বাধা দাও, সেটাই আজ হচ্ছে, তাঁর কথা মেনে আজ রাজ্যজুড়ে চলছে দুষ্কৃতিদের হিংস্রতা।”
বাংলায় আইনের শাসন নেই, আছে শুধু শাসকের আইন। তাই গোটা রাজ্যজুড়ে চলছে অরাজকতা। মালদায় একটি অভিযানে গিয়ে দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের কোপে পড়ে আহত হয় পুলিশকর্মীরা। রাজ্যে আজ কোনও মানুষ নিরাপদ নয়। তাই পুলিশও বাদ যাচ্ছে না। আসলে এক সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় এজেন্সি… pic.twitter.com/oeroVZfYXl
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 25, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us