মন্ত্রীর মন্তব্যে লজ্জিত বিজেপি!

মহিলা হয়ে মহিলাদের নিয়ে এহেন মন্তব্য! শশী পাঁজার মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য নিয়ে শোরগোল বিরোধী শিবিরে। ট্যুইটারে একহাত নিলেন সুকান্ত মজুমদার। নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১১১১১

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারের ঘটনায় যে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তা অত্যন্ত লজ্জাজনক বলে ট্যুইটে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শশী পাঁজার বক্তব্য, মালদায় হাটে চোর সন্দেহে ওই দুই মহিলাকে পাকড়াও করা হয়। যারা মহিলাদের পাকড়াও করেন তারাও মহিলা। দু পক্ষের ধ্বস্তাধ্বস্তিতে কাপড় খুলে গেছে তো খুলে গেছে। এটা নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। আর এখানেই বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা স্বভাব নিয়ে। তার বক্তব্য, মণিপুরের ঘটনা নিয়ে তৃণমূল রাজনীতি করে। কিন্তু যখন পশ্চিমবঙ্গে এমন নিন্দনীয় ঘটনা ঘটে তা নিয়ে একটি শব্দও খরচ করে না তৃণমূল নেতৃত্ব। আর এতেই মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা নিয়ে কটাক্ষ করেন তিনি।