New Update
/anm-bengali/media/media_files/85ae2ItPXvV6V6hIo4I8.jpg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছে। সন্দেশখালিতে মহিলাদের নির্যাতন করা হয়নি। স্ট্রিং অপারেশনে বিজেপির এক নেতাকে এমনটাই বলতে শোনা গিয়েছে। ভিডিওতে ওই নেতা বলেন, "দাদা এটা রাজনীতি যে কোনও উপায়ে জিততেই হবে…আমরা দুজনই লোক দিয়েছি… মহিলাদের ট্রেনিং দেওয়া হয়েছে…।" এই ভিডিওয়ের সত্যতা এএনএম নিউজ যাচাই করেনি।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us