নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ৫০০ টাকায় না ৩০০০ টাকায় খুশি? টাকা রাখার মাটির ভাঁড় হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অভিনব কায়দায় ভোটের প্রচার করছেন ঘাটালের বিজেপি বিধায়ক। ৫০০-১০০০ টাকার লক্ষীর ভাণ্ডার না বিজেপি ক্ষমতায় এলে ৩০০০ টাকার মাতৃ ভাণ্ডার? ভোট প্রচারে ভোটারদের এমনই প্রশ্ন করছেন আর বোঝাচ্ছেন বিজেপি বিধায়ক। পাল্টা কটাক্ষ শাসক দলের।
পয়সা জমানোর মাটির ভাঁড় নিয়ে অভিনব কায়দায় প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। হাতে বেশ কয়েকটি ভাঙা মাটির ভাঁড় ও বেশ কয়েকটি সম্পূর্ণ মাটির ভাঁড় নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। এলাকাবাসীকে ভালো ভাঁড় দেখিয়ে বোঝানো হচ্ছে এটি বিজেপির মাতৃ ভাণ্ডার আর ভাঙা ভাঁড় দেখিয়ে বলা হচ্ছে এটি হচ্ছে তৃণমুল সরকারের দেওয়া লক্ষীর ভাণ্ডার। বলা হচ্ছে, 'রাজ্য দিচ্ছে ৫০০-১০০০ টাকা আর আমরা দেব ৩০০০ টাকা। তাই এবার আপনাদের বুঝতে হবে আপনি কিসে খুশি'। ঘাটাল ব্লকের বালিডাঙ্গা এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের নিয়ে বুধবার সকাল থেকে এইভাবেই প্রচার শুরু করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।
বিজেপির প্রতিশ্রুতি দেওয়া ৩০০০ টাকার মাতৃ ভাণ্ডার পাওয়ার জন্য তৃণমূল সরকারের দেওয়া ৫০০ টাকার লক্ষীর ভাণ্ডার ভেঙে ফেলে বিজেপিকে ভোট দেওয়ার ভিন্ন পন্থা অবলম্বন বিজেপি বিধায়কের।এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করে ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল সরকার ক্ষমতায় আসে, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। এবার পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর তাই কি আগেভাগে সেই আঁচ পেয়ে পাল্টা হিসাবে বিজেপি বিধায়ক মাতৃ ভাণ্ডার প্রকল্পের নামে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় বাসিন্দাদের টানার কৌশল অবলম্বন করেছেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
যদিও বিজেপি বিধায়কের এহেন প্রচারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। এই বিষয়ে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি বলেন, 'মানুষের আস্থা লক্ষ্মীর ভাণ্ডারেই রয়েছে'। তাঁর প্রশ্ন, 'বিজেপি বিধায়ক শীতল কপাটের কি নিজের ঘোষণা মাতৃ ভান্ডার?' কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল ১৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি, কালোধন উদ্ধার করবে বলেছিল কিন্তু তা এখনও মেলেনি। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি অভিযোগ তোলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপি বিধায়ক বলেছিল কেন্দ্র সরকার টাকা দিয়ে দিয়েছে। পরে কেন্দ্রীয় মন্ত্রী পাল্টি খেয়ে বলেছে এমন কিছু হয়নি। এসব বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি বলে দাবি তৃণমূলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us