/anm-bengali/media/media_files/skSFEbhBN8FfXwRpnEEK.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হল বাঁকুড়ায়। শাসকদলের নেতার গ্রেফতারির দাবিতে থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। দায়ের করা হয় লিখিত অভিযোগ।
বাঁকুড়া-২ ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের শ্যামদাসপুর চার্বাকপল্লি বুথে সোমবার রাতে স্থানীয় তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা হয়। সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বাঁকুড়া শহর সভাপতি শ্যামসুন্দর দত্ত শ্যামদাসপুর চার্বাকপল্লি বুথের বিজেপি প্রার্থী দীপু বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন, 'বিজেপির রাজ্য স্তরের নেত্রীরা কেউ ড্রাগ পাচারে যুক্ত কেউ আবার মধুচক্রে। আর এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তাঁর আচরণ সিনেমার অভিনয়কেও হার মানাবে। আমার পরামর্শ আপনি সিনেমা করুন, অনেক টাকা কামাবেন। রাজনীতিতে তা পারবেন না'। তিনি নাকি এও বলেন, 'গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী জিতলে আমাদের স্বামী বাঁচাও প্রকল্প চালু করতে হবে'। বিজেপি প্রার্থী মঙ্গলবার বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us