/anm-bengali/media/media_files/2025/11/07/whatsapp-im-2025-11-07-15-24-30.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক অন্যরকম দিন। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে জেলায় জুড়ে উৎসবের আমেজ। সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে সরগরম জেলা সদর থেকে গ্রামাঞ্চল। জেলা তৃণমূলের পক্ষ থেকে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় — রক্তদান শিবির, পুজো, কেক কাটা, আনন্দ উৎসব—সব মিলিয়ে বীরভূমে আজ ছিল “অভিষেকময়” দিন।
জেলার সভাধিপতি কাজল শেখ নিজে উপস্থিত ছিলেন ৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ সতি পীঠ কঙ্কালীতলায়, যেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সাফল্যের কামনায় পুজো দেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও বিশেষ পুজো করেন তিনি। পুজোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের ভবিষ্যৎ। আমরা তাঁর নেতৃত্বে বাংলার উন্নতির স্বপ্ন দেখি।”
অভিষেকের জন্মদিন উপলক্ষে জেলা জুড়ে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়, যেখানে ৩৮ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। পরে দলীয় কর্মীরা ৩৮টি কেক কেটে উদযাপন করেন নেতার জন্মদিন। সর্বত্রই দেখা গিয়েছে উৎসবের আবহ, ব্যানার-পোস্টারে ভরে উঠেছে বীরভূম শহর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/07/kajal-sheikh-2025-11-07-13-56-48.png)
তবে রাজনৈতিক আক্রমণকেও এদিন বাদ দেননি জেলা সভাধিপতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাম্প্রতিক মন্তব্যের জবাবে কাজল শেখ বলেন, “সুকান্তবাবু সবসময় ভুলভাল কথা বলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূমে এসে কিছু করতে পারবেন না। আগামী ২৬ তারিখের নির্বাচনে মানুষই প্রমাণ করবে—মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী রাজনীতি জয়ী হবে।”
জেলার তৃণমূল নেতৃত্বের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে আরও শক্তিশালী হবে দল। এদিনের উৎসব শুধু জন্মদিনের নয়, দলের ঐক্যেরও প্রতীক বলে মনে করছেন রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us