রুটির টানে ট্রেনে উঠতেই পারল না তরুণ শ্রমিক, স্টেশনেই মৃত্যু তরুণের

বীরভূমের নানুরে অন্ধ্রগামী পরিযায়ী শ্রমিক দুধকুমার বাগ্দীর মৃত্যু। রেলস্টেশনে হৃদয়বিদারক ঘটনা, পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেন জেলা পরিষদ সভাপতি। বিস্তারিত জানুন।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-31 at 2.41.59 PM


নিজস্ব সংবাদদাতা: জীবনের স্বপ্ন ছিল বড়, সংসারটাকে একটু দাঁড় করানোর ইচ্ছে নিয়ে রওনা হয়েছিল অন্ধ্রপ্রদেশের কাকিনাদা। কিন্তু সেই যাত্রাপথেই থেমে গেল মাত্র ১৮ বছরের দুধকুমার বাগ্দীর জীবন। বীরভূমের নানুর বিধানসভার বড়া-সাওতা অঞ্চলের বরা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, রেলস্টেশনে ট্রেন ধরার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দুধকুমার। চোখের পলকে সব শেষ। স্বপ্নভাঙা তরুণটি ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর ছড়াতেই গোটা গ্রাম ভেঙে পড়ে কান্নায়।

আজ সকালে দুধকুমারের বাড়িতে পৌঁছান জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন যে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে। তাঁর নির্দেশেই তড়িঘড়ি মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

dead

গ্রামের মানুষরা বলছেন, “খুব শান্ত, পরিশ্রমী ছেলে ছিল। পরিবারের দায় কাঁধে নিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছিল। এমন মৃত্যু মানা যায় না।”

অল্প বয়সে এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরা গ্রামে। চোখে জল নিয়ে মানুষ একটাই প্রশ্ন—রুটির সন্ধানে এত দূর যেতে হয় কেন? জীবনের সাথে এমন নিষ্ঠুর আচরণ কেন?