মুখ্যমন্ত্রীর নির্দেশে অত্যাচার! চাঞ্চল্যকর দাবি বিজেপির

কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুতে চাঞ্চল্যকর দাবি বিজেপির। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে বিজেপি। তার নির্দেশেই পুলিশ বিজেপি কর্মীদের অত্যাচার বলে সুর চড়ালন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।

author-image
Pallabi Sanyal
New Update
tm c bjp flag

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা :  নাবালিকাকে ধর্ষণ করে খুনের পর এবার যুবকের মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জে। সরগরম  রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রাম।  নিহত যুবক  স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো। এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর পর পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর।  মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে সুর চড়িয়েছেন তিনি। বলেন, এভাবে বিজেপিকে শেষ করতে চাইলেও তা কোনোদিনও সম্ভব নয়। দেবশ্রী জানান,  শান্তিপূর্ণভাবে   এসপি ঘেরাও কর্মসূচি পালন করেছে বিজেপি। দলের কোনো কর্মী অশান্তির ঘটনায় জড়িত নয় বলেই দাবি তার।