New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব প্রতিনিধিঃ সামনে ২৫ শে মে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন, তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অন্তর্গত ৪ নম্বর করকাই অঞ্চলে আজ নির্বাচনী প্রচার ও মহিলা সম্মেলন করে তৃণমূল কংগ্রেস।
/anm-bengali/media/media_files/VyNhRyecGYTjj1P2iuOW.jpeg)
মহিলা সম্মেলনের শেষে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় ৩০ টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
/anm-bengali/media/media_files/kldbofMRE1RF1dW0Blax.jpeg)
উপস্থিত ছিলেন করকাই ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর বেরা, পিংলা ব্লক আইএনটিটিইউসি এর সভাপতি প্রশান্ত চক্রবর্তী, উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক, যুব সভাপতি শিবপ্রসাদ দাস অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ।
/anm-bengali/media/media_files/g9IambSnqmgbCBFI9ecC.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us