পাচার! বড় সাফল্য পুলিশের

অসাধু ব্যবসায়ীদের পাচার কারবার বাড়ছে! জাল নোটের কারবার! রুখলো পুলিশ। যত কাণ্ড মালদায়? বোমা উদ্ধার থেকে ২ নারীকে বিবস্ত্র করে মার, এবার জাল নোট পাচারের ছক।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11111

নিজস্ব প্রতিনিধি, মালদা : পাচারের আগেই জাল নোট সহ গ্রেফতার এক পাচারকারী। শনিবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবিউল মিয়া। বাড়ি মালদার গোলাপগঞ্জের  চামা এলাকায়। শুক্রবার রাত্রে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নলদাহাড়ি এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে উদ্ধার হয় এক লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট। জানা গেছে জালনোট গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে গোলাপগঞ্জ ফাঁড়ির  পুলিশ।