বড় খবর: বঙ্গে এবার পুলিশকে বেধড়ক মার

ঝগড়া আটকাতে গিয়ে পুলিশকে বেধড়ক মার। খড়গপুরের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

author-image
Aniket
New Update
dc

দিগ্বিজয় মাহালী: বৃহস্পতিবার সন্ধ্যায় চার যুবক নিজেদের মধ্যে গন্ডগোল করছিল রাস্তার ওপরে। এক পুলিশ কর্মী তাদের বাধা দেয় এবং ঝগড়ার কারণ জানতে চাইলে যুবকরা তার ওপরেই চড়াও হয়। চারজন মিলে ব্যাপক মারধর করে ওই এনভিএফ পুলিশ কর্মীকে। আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গোল বাজার মুসলিম চক এলাকায়। তবে রাস্তার ওপরে পুলিশকে এইভাবে মারধরের ঘটনা সাধারণত আগে কোনদিনও দেখেনি খড়গপুরের মানুষ। আহত পুলিশ কর্মী রামকৃষ্ণ মাহাতো বলেছেন, "চার যুবক ঝগড়া করছিল আর তাতে বাধা দিতে গেলেই আমার ওপরে চড়াও হয় তারা। লাথি, ঘুষি সহকারে আমাকে মারধর করা হয়।