/anm-bengali/media/media_files/SZrW8Q0AJR1MqzcqzzfI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ইউনস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় এবার স্থান করে নিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। চারিদিকে হৈ হৈ কান্ড। বাংলার প্রাপ্তিতে একে একে মত প্রকাশ করছেন রাজনৈতিক মহলের মানুষজন থেকে বিদ্বজনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে গর্বিত হলেও বিজেপি অবশ্য এতে কেন্দ্রের জয়গানই করছে। কেউ কেউ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ইউনেস্কোর উপহার হিসেবেও ব্যাখ্যা করেছেন পুরো বিষয়টিকে। এবার ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিশ্বভারতীয় ভাইস-চ্যান্সেলর, বিদ্যুৎ চক্রবর্তী। তার কথায়,"এই ঘোষণাটা আগেই করা উচিত ছিল৷ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে এমন কাজ করেছেন যা এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করার যোগ্য করে তুলেছে।একটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও, বিশ্বভারতী এমন একটি প্রতিষ্ঠান যা মানবতার শিক্ষা দেয়।''
#WATCH | Birbhum, West Bengal: On Santiniketan being inscribed on the UNESCO World Heritage List, Visva-Bharati University’s (VBU) Vice-Chancellor, Bidyut Chakraborty says, "This announcement should have been done earlier. Gurudev Rabindranath Tagore has carried out work in… pic.twitter.com/9QXn5EQJJp
— ANI (@ANI) September 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us