New Update
/anm-bengali/media/media_files/2025/04/18/REsv4jNwI6VymJiQpQ6s.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ২ দিনের মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনির জে এস ডাব্লিউ পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন তিনি।
উদ্বোধনের আগে শুক্রবার বিকেলে প্ল্যান্টের মধ্যে বিশেষ ভূমি পূজন করা হয়। মুখ্যমন্ত্রীর এই সফরের জন্য প্রশাসনিক এবং সভাস্থলের সম্পূর্ণ কাজ শুরু করার আগেই ভূমি পূজনের ব্যবস্থা করা হল। শালবনি এবং গোয়ালতোড়ের শিল্পতালুকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে কোনও কাজে খামতি যাতে না থাকে সেই সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে জে এস ডাব্লিউ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
/anm-bengali/media/media_files/2025/04/18/2bU72VR7iJhG4Z5hKxms.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us