বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলায় চার দিনের লাল সংকেত! ভয়াবহ বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে টানা চার দিনের লাল সতর্কতা। কোথায় কত বৃষ্টি হতে পারে, কে থাকছে ঝুঁকিতে—জেনে নিন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপটি : আইএমডি

নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা। 

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ

দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানে ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে, তবে লাল সতর্কতা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হতে পারে অতিভারী থেকে চরম ভারী বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ,  মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর ফের নিষেধাজ্ঞা

এরই মধ্যে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৩১ মে পর্যন্ত। পূর্ব মেদিনীপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ত্রাণ শিবির। আবহাওয়াবিদরা জানান, এই নিম্নচাপ বর্ষার পথে বাধা হবে না, তবে বর্ষা ও নিম্নচাপের বৃষ্টি মিলিয়ে মে মাসের শেষ দিকে আবহাওয়া থাকবে অস্থির।