New Update
/anm-bengali/media/post_banners/us4GYbm0jektg14OedvF.jpg)
নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা।
/anm-bengali/media/post_banners/Y43010mkzQNoxYLxpY9D.jpg)
দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানে ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে, তবে লাল সতর্কতা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হতে পারে অতিভারী থেকে চরম ভারী বৃষ্টি।
/anm-bengali/media/post_banners/kmzn9pg5x3N08EPzG1zm.jpg)
এরই মধ্যে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৩১ মে পর্যন্ত। পূর্ব মেদিনীপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ত্রাণ শিবির। আবহাওয়াবিদরা জানান, এই নিম্নচাপ বর্ষার পথে বাধা হবে না, তবে বর্ষা ও নিম্নচাপের বৃষ্টি মিলিয়ে মে মাসের শেষ দিকে আবহাওয়া থাকবে অস্থির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us