কোন্দল বাড়ছে ঘাসফুল শিবিরে! বেলঘড়িয়ায় ধুন্ধুমার কাণ্ড

বেলঘড়িয়া আদর্শপল্লী এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দে-র গোষ্ঠীর ওপর রোহিত সিং-এর দলবল বাঁশ, হকি স্টিক ও পিস্তল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। জখম ৪।

author-image
Pallabi Sanyal
New Update
tmc logo

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের দিন ক্ষণ স্থির না হলেও জায়গায় জায়গায় যেমন চলছে দলবদল, তেমনই ধরা পড়ছে গোষ্ঠী কোন্দলের ছবি। এবার পুরনো বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) দু পক্ষের কোন্দলে উত্তেজনা ছড়াল বেলঘড়িয়ায়। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন আগে সংঘর্ষে জড়ায় তৃণমূলের রোহিত সিং (Rohit Singh) ও তৃণমূল ছাত্র পরিষদ  (TMCP)নেতা দেবজ্যোতি দে-র (Debajyoti Dey) অনুগামীরা।  সেই পুরনো বিবাদকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। বেলঘড়িয়া আদর্শপল্লী এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দে-র গোষ্ঠীর ওপর রোহিত সিং-এর দলবল বাঁশ, হকি স্টিক ও পিস্তল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। জখম ৪। রোহিত সিংয়ের গোষ্ঠীর লোকেরা হামলা চালানোর সময় কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) নির্দল প্রার্থী বাবু মণ্ডলের নাম করে বলে অভিযোগ। জানা যাচ্ছে,অভিযুক্ত রোহিত সিং বাবু মণ্ডলের ঘনিষ্ঠ।অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা।