নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বড় মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, "টিএমসি একটি জাতীয় দল ছিল, কিন্তু তারপর এটি একটি আঞ্চলিক দল হয়ে ওঠে এবং এর মর্যাদা হ্রাস পায়। গোয়া হোক, ত্রিপুরা হোক বা অন্য রাজ্য- সব জায়গায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বাংলা একটি ভিন্ন গল্প - এখানে তাদের (টিএমসি) তাদের 'রাজ' আছে। তাদের এখানে টাকা, গুন্ডা সব আছে। কিন্তু, কেউ যদি মনে করে যে আমি কিছু উপ-নির্বাচনে জিতেছি বলেই আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারব, সেটা কল্পনা মাত্র, মানুষ প্রায়ই দিবাস্বপ্ন দেখে। বাংলায় উপনির্বাচন কোন ব্যাপার না, এমনকি নির্বাচনের আগেই সবাই জানত কে জিতবে।" তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।