বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ বিজেপির দুই সদস্যের! ঘুরে গেল খেলা

পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে চরম নাটকের সাক্ষী থাকছে বাংলা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ল্কম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে কার্যত ‘রং বদল’-এর খেলা চলছে উপকূলের জেলায়। কখন কে কার সমর্থন নিয়ে যে বোর্ড গঠন করে ফেলছে, বোঝা দুষ্কর। কখনও বাম-বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গড়ছে নির্দল, আবার কখনও শাসককে শায়েস্তা করতে বিরোধীদের সমর্থনে প্রধান পদ ছিনিয়ে নিচ্ছেন দলেরই কোনও নেতা। এসবের মধ্যেই সোমবার অর্থাৎ আজ বোর্ড গঠন খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে। প্রথম থেকে হিসাব যে পথে এগোচ্ছিল তাতে এখানে বোর্ড গঠন করার কথা বিজেপির। কিন্তু শেষবেলায় পাশা উল্টে গেল। রবিবার তৃণমূলে যোগ দেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির বিজেপির দুই সদস্য উদয়শঙ্কর মাইতি ও বিপাশা দাস। খেজুরি-২ পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ১৫। ৬টি আসন জিতেছে তৃণমূল। ৯টিতে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু এদিন বিজেপির দুই সদস্যের দল ছাড়ার সিদ্ধান্তে তৃণমূলের আসন এখন ৮।