সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধর! নিশানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী

ঠিক কি ঘটেছে জেনে নিন বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover (8)

হরি ঘোষ, দুর্গাপুর: সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তেজনা দুর্গাপুর থানার গোপালমাঠে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি অভিযুক্তদের। দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রাম এলাকার ছোট্টু বাউরি প্রতিবাদী হওয়াতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করার চেষ্টা, স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রীও। মেইল মারফত অভিযোগ দায়ের দুর্গাপুর থানায়। 

রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমিতে বাড়ি তৈরী হচ্ছিল। দাবি, সরকারি এই জমি প্লট করে করে বিক্রি হচ্ছিল। প্রতিবাদী হওয়াতেই বিপদ ঘনিয়ে এল ছোট্টুর জীবনে। অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনায় জড়িত। অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের। দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা একটি জমি রয়েছে। যার পাশে একটি পুকুরও রয়েছে। ছোট্টুর অভিযোগ, প্লট করে করে সেই জমি মোটা অংকের টাকা নিয়ে বিক্রি চলছে, রীতিমতো ঐ জমিতে বাড়িও তৈরী হচ্ছে, আর এই অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ। অভিযোগ, রীতিমতো এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে রবিবার ছোট্টুর বাড়িতে চড়াও হয়, মারধর করা হয় তাকে, গুরুতর জখম অবস্থায় ছোট্টুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ হামলাকারীরা তৃণমূল আশ্রিত। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। চিকিৎসাধীন ছোট্ট বাউরীর অভিযোগ, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল। আমরা তারই প্রতিবাদ করেছিলাম। সেই জন্যই আমার উপর চড়াও হয়েছে। মাধব জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার ওপর হামলা চালায়। এরা সকলেই তৃণমূলের সাথে যুক্ত"। পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরী বলেন, "আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম। ছোট্টু বাউরী বলছে সেখানে আমাদেরও জায়গা আছে। সে আমাদের কাজে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। উল্টে আমাদের নামেই মারধরের মিথ্যা অভিযোগ করা হচ্ছে"।

land2