SIR নিয়ে মানুষকে সচেতন করতে দুয়ারে BDO

SIR নিয়ে বিডিও (BDO)-র অভিনব উদ্যোগ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-09 at 8.45.23 PM

BDO

নিজস্ব সংবাদদাতা : ছুটির দিনে এসআইআর (SIR) নিয়ে মানুষকে সচেতন করতে দুয়ারে হাজির হলেন খোদ বিডিও (BDO)। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের বেশ কয়েকটি বুথে আজ হাজির হন ডেবরা ব্লকের বিডিও (BDO) প্রিয়ব্রত রাড়ি। তিনি বাড়ি বাড়ি যান, এবং এসআইআর (SIR) সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

digbijay da add

কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে এই দিন ভোটারদের জানান তিনি।কোথাও কিছু সমস্যা হলে হেল্প লাইন নাম্বার বা বিএলও (BLO)-দের জানাতে বলেন তিনি। প্রয়োজন হলে বিডিও (BDO)-র কাছেও সমস্যাগুলি জানাতে পারেন বলে জানান তিনি।