New Update
/anm-bengali/media/media_files/2025/11/09/whatsapp-image-2025-11-09-at-2025-11-09-20-46-15.jpeg)
BDO
নিজস্ব সংবাদদাতা : ছুটির দিনে এসআইআর (SIR) নিয়ে মানুষকে সচেতন করতে দুয়ারে হাজির হলেন খোদ বিডিও (BDO)। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের বেশ কয়েকটি বুথে আজ হাজির হন ডেবরা ব্লকের বিডিও (BDO) প্রিয়ব্রত রাড়ি। তিনি বাড়ি বাড়ি যান, এবং এসআইআর (SIR) সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে এই দিন ভোটারদের জানান তিনি।কোথাও কিছু সমস্যা হলে হেল্প লাইন নাম্বার বা বিএলও (BLO)-দের জানাতে বলেন তিনি। প্রয়োজন হলে বিডিও (BDO)-র কাছেও সমস্যাগুলি জানাতে পারেন বলে জানান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us