দোকানে আগুনে আতঙ্ক বারিপাদায়, মৃত্যুর খবর নেই, কিন্তু...

ওডিশার বারিপাদায় একটি ইলেকট্রিক দোকানে আচমকা ভয়াবহ আগুন। চলছে দমকলের অভিযান, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

author-image
Debapriya Sarkar
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপাদা শহরে একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে শুক্রবার ভোরে আচমকাই ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

Fire

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দোকানটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে তৎপরতা। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

ঘটনাস্থলে ভিড় জমেছে বহু মানুষ। দোকানটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পরিমাণ করা যায়নি। আরও বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করা হচ্ছে।